বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
বেনজীরকে নিয়ে থামছে না বিতর্ক

হাজির না হলে তার বক্তব্য নেই ধরে নেওয়া হবে

--- দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে আগামীকাল বৃহস্পতিবার ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এদিন হাজির না হলে তার কোনো বক্তব্য নেই এমনটি ধরে নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার মো. জহুরুল হক। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দুদক কমিশনার বলেন, ৬ জুন বেনজীর আহমেদ না এলে দুদক ধরে নেবে তার কোনো বক্তব্য নেই। তবে বেনজীর আহমেদ চাইলে অনুসন্ধান কর্মকর্তা তাকে আরও ১৫ দিন সময় দিতে পারবেন। তিনি জানান, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে আছেন নাকি বিদেশে গেছেন, এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। অনুসন্ধানের স্বার্থে যা যা করণীয়, সবই করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার হবে, এতে কোনো বাধা নেই। সূত্র জানায়, বেনজীর আহমেদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। তার ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, এর ভিত্তিতেই মামলা হবে। এর আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে গত ২২ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। ৬ জুন বেনজীর এবং ৯ জুন তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গত ২৩ ও ২৬ মে আদালত বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করতে বলেছেন আদালত। ৮৩টি দলিলে তাদের ৬২১ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ এবং ৩৮টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর