বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

একই গতিতে চলবে বাংলাদেশ ভারত সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক

একই গতিতে চলবে বাংলাদেশ ভারত সম্পর্ক

ভারতে যে দলই সরকার গঠন করুক না কেন বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না- একই গতিতে চলবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর। তিনি বলেন, এবার ভারতের নির্বাচনি ফলাফলে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে। বিজেপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের বিজয়ে নরেন্দ্র মোদিই সরকার গঠন করছেন। এটা মোটামুটি স্পষ্ট।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে  বলেন, এবার ভারতের নির্বাচনে বিজেপি যেভাবে ভেবেছিল সে রকম আশানুরূপ ফল মেলেনি। বিশেষ করে উত্তর প্রদেশ এবং পশ্চিম বাংলায় বিজেপি খুব একটা ভালো করতে পারেনি। এটা তাদের জন্য চ্যালেঞ্জ। আঞ্চলিক পার্টিগুলো শক্তিশালী হয়ে উঠছে। এগুলো নতুন বার্তা দিচ্ছে। বিজেপির একচ্ছত্র আধিপত্যে ফাটল দেখা যাচ্ছে। আঞ্চলিক দলগুলো শক্তিশালী হলে ৮০-এর দশকের কোয়ালিশন সরকারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে ভারত। এ কূটনীতিক বিশ্লেষক আরও বলেন, এবারের ভোটের ফলে বিজেপি এগিয়ে থেকে জিতেছে। কংগ্রেস গত দুই মেয়াদের চেয়ে এবার অসাধারণ সফলতা দেখিয়েছে। সর্বোপরি জিতেছে ভারতের জনগণ। সুযোগ দিলে জনগণ যে দারুণ ভোট উপহার দিতে পারে সেটা ভারতের জনগণ দেখিয়ে দিয়েছে। ভারতে যে দলই সরকার গঠন করুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সে রকম কোনো পরিবর্তন আসবে না। কারণ ভারতে মূল দলগুলোর বাংলাদেশ সম্পর্কে চিন্তাভাবনা প্রায় একই রকম।

সর্বশেষ খবর