বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

উগান্ডাকে উড়িয়ে দিল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামলে বড় বড় দলগুলোকেই ভাবতে হয়। উগান্ডার মতো দলের জন্য আফগানরা বেশ শক্তিশালী প্রতিপক্ষই ছিল। গতকাল সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাই প্রমাণ করলেন রশিদ খানরা। রাহমানুল্লাহ-ইব্রাহিমের ব্যাটিং ঝড় আর ফজলহক ফারুকির বোলিং তোপের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বিশ্বকাপে নবাগত উগান্ডা। টস জিতে উগান্ডা প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। রাহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাডরানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান রাহমানুল্লাহ ৪৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কার মারে করেন ৭৬ রান। ৪৬ বলে ৯টি চার ও ১টি ছক্কার মারে ইব্রাহিম করেন ৭০ রান। এ দুজনের পর অবশ্য আর কেউ বড় স্কোর করতে পারেননি। আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৩ রান। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান উগান্ডার রোনাক প্যাটেল। তবে পরের দুই বলে দুই উইকেট নিয়ে উগান্ডার ইনিংস অনেকটাই ছোটো করে দেন ফজলহক ফারুকি। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ১৩ নম্বর ওভারে বোলিংয়ে এসে ফের হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ফারুকি। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে শিকার করেন রিয়াজাত শাহ ও মাসাবার উইকেট। ১৩তম ওভারে মোট তিন উইকেট শিকার করেন ফারুকি। সবমিলে ম্যাচে ৪ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। আফগানিস্তানের পক্ষে এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেন নাভিন উল হক এবং রশিদ খান। মুজিব উর রহমান শিকার করেন ১ উইকেট। উগান্ডার পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুয়া। এ ছাড়া রিয়াজাত করেন ১১ রান। ম্যাচসেরা হন ফজলহক ফারুকি।

ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ পরিত্যক্ত 
গতকাল স্কটল্যান্ডের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্কটল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.২ ওভার ব্যাটিং করলে বৃষ্টি নামে। পরে ম্যাচ হয় ১০ ওভারের। স্কটল্যান্ড ১০ ওভারে ৯০ রান করে। ইংল্যান্ডের ইনিংসের আগে ফের বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। দিনের অন্য ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেপাল ১০৬ রান করে। জবাবে ১০৯ রান করে জয় পায় ডাচরা।

সর্বশেষ খবর