শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

দাম কমবে

নিজস্ব প্রতিবেদক

দাম কমবে

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী গতকাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেটে যেসব শুল্ককর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

ল্যাপটপ : আগামী বছরের বাজেটে ল্যাপটপ আমদানির মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ল্যাপটপের মোট করভার ৩১ শতাংশ থেকে কমে সাড়ে ২০ শতাংশ হবে। ফলে পণ্যটির দাম কমবে।

গুঁড়া দুধ : আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধে ২০ শতাংশ সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। ফলে এ দুধের দাম কমবে।

বিদেশি পোশাক : আমদানিকৃত সব ধরনের পোশাকের শুল্ক কমানো হয়েছে। ফলে নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের বিদেশি পোশাকের দাম কমতে পারে।

ডায়ালাইসিস সেবা : কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত ফিল্টারের শুল্ক কমানো হয়েছে। ফলে সেবাটির ব্যয় কমতে পারে।

ডেঙ্গু পরীক্ষার কিট : বাজেটে ডেঙ্গু পরীক্ষার কিটে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ফলে পণ্যটির দাম কমবে।

স্পাইনাল নিডল : স্পাইনাল নিডলকে সহজলভ্য করতে এটির নতুন এইচ এস কোড তৈরি করে আমদানি শুল্ক ৫% নির্ধারণ করা হয়েছে।

এসেপটিক প্যাক : এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫% হতে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।

মিথানল : বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% করা হচ্ছে।

পলিপ্রোপাইলিন ইয়ার্ন : কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% নির্ধারণ করা হচ্ছে।

ম্যাংগানিজ : ফেরো এলয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% ধার্য করা হচ্ছে। এ ছাড়াও ক্যান্সারের ওষুধের কাঁচামাল, শুকনা ফল, মাশরুম, চা, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ককর ও শুল্কায়নের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ফলে দাম কমতে পারে।

সর্বশেষ খবর