শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

মোদির শপথ পেছাল, যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নয়াদিল্লি প্রতিনিধি

মোদির শপথ পেছাল, যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী রবিবার তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। ওই দিন সন্ধ্যা ৬টায় শপথ গ্রহণ করবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে শনিবার দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন। এবারে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে হচ্ছে বলে সামগ্রিক দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির সৌজন্য বৈঠক হবে। এ কারণে প্রধানমন্ত্রী জুলাইতে ফের দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ভারত যেতে পারেন। বুধবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাঁকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। আগামীকাল শনিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন ধার্য হলেও পরে তা এক দিন পিছিয়ে রবিবার নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া আর চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মরিশাস। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আসবেন বলে নিশ্চিত করেছেন। এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এ কারণে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রবাবু নাইডুর শপথ পিছিয়ে গেছে। রবিবারের পরিবর্তে ১২ জুন তাঁর শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তাঁকে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে হবে। নরেন্দ্র মোদি বুধবার রাষ্ট্রপতির কাছে গিয়ে বিগত মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন। এরপর সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়া হয়। তার আগে বিকালে প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনে এনডিএ শরিক দলের বৈঠকে মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব দেওয়া হয়।

সর্বশেষ খবর