শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা
রূপগঞ্জে আধিপত্য বিস্তার

গুলিতে স্কুলছাত্র নিহত, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় গুলিতে দ্বীন ইসলাম নামে সদ্য এসএসসি পাস করা এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে নাওড়া এলাকার মিল্লাত সাউদের ছেলে। এ সময় গুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাওড়া এলাকায় তান্ডব চলছিল বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, তার ভাই মিজানুর রহমান, শফিকুল রহমানের সমর্থক বাহিনী তান্ডব চালায় মোশারফ ভূঁইয়া ও এলাকার সাধারণ মানুষের ওপর। এ সময় এলাকাবাসী প্রতিরোধ করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তাদের গুলিতে দ্বীন ইসলাম নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। গুলিবিদ্ধ হয়ে আরও ১৩ জন আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হচ্ছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর