শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

নরেন্দ্র মোদির শপথ প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল রবিবার শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে রবিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকাল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে রবিবার দুপুরে দেশে ফিরবেন তিনি। এর আগে, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণ গ্রহণ করে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন ধার্য হলেও পরে তা একদিন পিছিয়ে রবিবার নির্ধারণ করা হয়। তবে এ পেছানোর কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া আর চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মরিশাস। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আসবেন বলে নিশ্চিত করেছেন। এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর