শিরোনাম
শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

লোকসভায় নির্বাচিত ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা!

দীপক দেবনাথ, কলকাতা

সদ্য শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩, অর্থাৎ জয়ী সাংসদের সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ২৫১ জনের (৪৬ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। তাদের মধ্যে আবার ২৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এ তথ্য সামনে এনেছে ভোট নজরদারি সংস্থা- অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সাংসদদের মধ্যে ২৩৩ জন (৪৩ শতাংশ)-এর বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন (৩৩ শতাংশ)- এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন (৩০ শতাংশ) এবং ২০০৪ সালে ১২৫ জনের (২৩ শতাংশ) বিরুদ্ধে এ ফৌজদারি অপরাধের মামলা ছিল। সে ক্ষেত্রে ২০০৯ সালের পর থেকে ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা থাকা সাংসদের সংখ্যা বেড়েছে ৫৫ শতাংশ। জরিপ বলছে- ধর্ষণ, খুন, খুনের প্রচেষ্টা, অপহরণ, নারীদের প্রতি অপরাধ সম্পর্কিত মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা রয়েছে। এ ছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সাংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে-এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

তাদের নতুন জরিপে আরেকটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে মোট ৫৪৩ জন জয়ী সাংসদের মধ্যে ৫০৪ জন (৯৩%) কোটিপতি। ২০০৯ সালে জয়ী সাংসদের মধ্যে ৫৮% ছিলেন কোটিপতি, ২০১৪ সালে কোটিপতি সাংসদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮২ শতাংশ, শেষবার ২০১৯ সালে জয়ী সাংসদের ৮৭% শতাংশ ছিলেন কোটিপতি। ১৮তম লোকসভা নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। তাদের ২৪০ জন জয়ী সাংসদের মধ্যে ৯৫ শতাংশের সম্পদের পরিমাণ ১ কোটি রুপি বা তার বেশি। বিজেপির ঠিক পরেই রয়েছে কংগ্রেস, তাদের জয়ী সাংসদের সংখ্যা ৯৯। এর মধ্যে ৯৩ শতাংশ সাংসদের সম্পত্তি ১ কোটি রুপি বা তার বেশি। দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)-এর জয়ী ২২ জন সাংসদের ৯৫ শতাংশ, তৃণমূল কংগ্রেসের জয়ী ২৯ জন সাংসদের ৯৩ শতাংশ, সমাজবাদী পার্টির জয়ী ৩৭ জন সাংসদের ৯২ শতাংশ কোটিপতি অর্থাৎ এদের সম্পত্তি ১ কোটি রুপি বা তার বেশি। লোকসভার ৫০৪ জন কোটিপতি সাংসদের মধ্যে ২২৭ জনের (৪২ শতাংশ) মোট সম্পদের পরিমাণ ১০ কোটি রুপি বা তারও বেশি। ১৭৪ জন সাংসদের (৩২ শতাংশ) সম্পদের পরিমাণ ১ কোটি থেকে ৫ কোটি রুপি, ১০৩ জনের (১৯ শতাংশ) সম্পদের পরিমাণ ৫ থেকে ১০ কোটি রুপি। জয়ী সাংসদদের মধ্যে গুন্টুর লোকসভা কেন্দ্রের তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেমাসানির সম্পদের পরিমাণ ৫,৭০৫ কোটি রুপি।

সর্বশেষ খবর