রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

জয়ে শুরু বিশ্বকাপ

আসিফ ইকবাল

জয়ে শুরু বিশ্বকাপ

স্নায়ুক্ষয়ী ম্যাচের চাপ সামলে নিলেন ‘দ্য সেভিয়ার’ বা ‘ত্রাণকর্তা’ মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু চাপ সামাল দেননি, আকাশসম চাওয়াপাওয়ার ১ ছক্কায় ১৬ রানের ছোট্ট একটি ক্যামিও ইনিংস খেলেন। ওই ইনিংসে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা নাজমুলরা হিমালয়সম চাপ সরিয়ে মুক্তবিহঙ্গ হলেন। উদ্ভাসিত জয়ে আনন্দে ভাসল বাংলাদেশ। সন্ধ্যার আলোকবাতিতে হাসল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত নগরী ডালাস। আনন্দে নেচে ওঠে ১৩ হাজার মাইল দূরের বাংলাদেশের আনাচকানাচে লাখো-কোটি ক্রিকেটপ্রেমী। সাবেক টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গতকাল ১ ওভার আগে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাদা চোখে সাধারণ এক জয়। কিন্তু এ জয় হাজার হাজার সমালোচনাকে ছুড়ে ফেলেছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে। দুরন্ত এ জয়ে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, রিশাদ হাসান, তানজিদ তামিম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা নতুন স্বপ্নের জন্ম দিলেন। চোখধাঁধানো, মন জুড়ানো জয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা হবে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র উড়াল দিয়েছিলেন নাজমুলরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে প্রস্তুতিমূলক ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যায় টাইগাররা। সমালোচকদের সমালোচনায় বিদ্ধ হতে থাকে তারা। অবশ্য সমালোচনার কারণগুলো তৈরি করেন ক্রিকেটাররা ছন্দ হারিয়ে। গতকালের আকাশচুম্বী ম্যাচে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরে নতুন একটা রেকর্ডের মালিক হয়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আইরিশ ক্রিকেটার পল স্টার্লিংয়ের সঙ্গে যুগ্মভাবে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন। ১২৫ রানের টার্গেটে সৌম্য ও তানজিদ ৬ রানের মধ্যে ফিরলেও রান করেছেন লিটন। ছন্দহীন লিটন খেলেন ৩৬ রানের নান্দনিক ইনিংস। ৩৮ বলে ২ চার ও ১ ছক্কার ইনিংসে হাঁফ ছেড়ে বাঁচাননি লিটনকে, বাঁচিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। ফের ব্যর্থ নাজমুল। খেলেছেন মাত্র ৭ রানের ইনিংস।

২৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে লিটন ও তৌহিদ ৩৮ বলে যোগ করেন ৬৩ রান। ১২তম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগের ৩ বলে টানা ৩ ছক্কা মারেন তৌহিদ। ২০ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪০ রান করেন তিনি। দুজনের বিদায়ের পর হঠাৎ চাপে পড়ে টাইগাররা। সাকিব থার্ড ম্যানে দারুণ এক ক্যাচে পরিণত হন। ১১৩ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন ত্রাণকর্তা মাহমুদুল্লাহ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শেষ বলে ছক্কা মেরে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য জয় উপহার দেন মাহমুদুল্লাহ। গতকালও সে পথেই হাঁটেন। ১২ বলে দরকার ১১ রান। প্রথম বলেই ছক্কা মারেন শানাকাকে। ১৯ ওভারের শেষ বলে ২ রান নিয়ে বাংলাদেশকে স্বস্তির এক জয় উপহার দেন ৩৯ বছর বয়সি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন রিশাদ হাসান। তার স্পেল ৪-০-২২-৩। টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস ৪৭ রান করেন। সাকিব উইকেট পাননি। দারুণ বোলিং করেন মুস্তাফিজ। ৪ ওভারের স্পেলে ১৭ রানের খরচে নেন ৩ উইকেট। তানজিম সাকিব ১টি ও ইনজুরি থেকে সুস্থ হয়ে খেলতে নামা তাসকিন ২ উইকেট নেন।

সর্বশেষ খবর