রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

জয়লাভ না করা পর্যন্ত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

জয়লাভ না করা পর্যন্ত আন্দোলন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডান-বাম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাব, যতদিন পর্যন্ত দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত যারা আমাদের দেশে শাসন করছে তাদের বিরুদ্ধে জয়লাভ না করব ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এ অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ দেশের স্বাধীনতা অর্জন ছিল খেটে খাওয়া মানুষের জন্য অথচ দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। রাজনৈতিক নেতাদের বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আলেম-ওলামাদের নির্যাতন করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির মাওলানা শওকত আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, মুসলিম লীগ চেয়ারম্যান জুলফিকার বুলবুল, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ খবর