রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

অপ্রদর্শিত সম্পদে কর নির্ধারণ হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

অপ্রদর্শিত সম্পদে কর নির্ধারণ হওয়া উচিত

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেছেন, অপ্রদর্শিত অর্থ বৈধ করার করহার অবশ্যই সম্পদের পরিমাণের ওপর নির্ধারণ হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য করহার ১৫ শতাংশ নির্ধারণ করে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিনায়ক সেন বলেন, গ্রাহকের কাছে যে পরিমাণ অপ্রদর্শিত আয়ের অর্থ থাকবে সেই সম্পদের পরিমাণ অনুযায়ী কর নির্ধারণ করা উচিত। সেটা হতে পারে ১৫ শতাংশ, আবার হতে পারে ২০, ৩০ বা ৩৫ শতাংশ। ১৫ শতাংশ কর নির্ধারণ করে দেওয়া ট্যাক্স ইকুইটির খেলাপ বলে মনে করি। তিনি আরও বলেন, বিভিন্ন কারণে গ্রাহকের বৈধ আয়ও অপ্রদর্শিত আয় হতে পারে। এক্ষেত্রে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ দেওয়া দরকার। তবে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগে একেবারে ট্যাক্স মওকুফ করা কিংবা একটি নির্দিষ্ট রেট বেঁধে দেওয়ার পক্ষে নই আমরা। আমাদের অবস্থান মধ্যবর্তী। ১৫ শতাংশ নির্ধারণ করে দেওয়া ‘ট্যাক্স ইকুইটি’র (কর ন্যায্যতা) খেলাপ বলে আমি মনে করি।

সর্বশেষ খবর