সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্রিটেনে আপসানায় ভরসা লেবার পার্টির

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটেনে আপসানায় ভরসা লেবার পার্টির

রাজনীতিতে ঢুকে অল্প দিনের মধ্যেই সরাসরি এমপি হয়ে চমক সৃষ্টি করেছিলেন ব্রিটিশ-বাংলাদেশি আপসানা বেগম। মাত্র ২৭ বছর বয়সে এমপি হয়েছিলেন রাজনৈতিক পরিবারের মেয়ে আপসানা।

সব জল্পনাকল্পনা পেছনে ফেলে বাংলাদেশি অধ্যুষিত পপলার- লাইমহাউস থেকেই আবারও লেবার পার্টির প্রার্থী হলেন আপসানা বেগম। অনেকটা দোদুল্যমান ছিলেন তিনি। প্রথমে প্রাথমিক তালিকায় রেখে মাঝখানে আরও এক সপ্তাহ ঝুলিয়ে রাখা হয়। ২০১৯ সালে জাতীয় নির্বাচনে যে জেরেমি করবিন লেবারকে নেতৃত্ব দিয়ে চমক সৃষ্টি করেছিলেন সেই জেরেমি করবিনকে লেবার পার্টি মনোনয়নই দেয়নি। হ্যাকনি থেকে বারবার নির্বাচিত ডায়নাকে মনোনয়ন দেয়নি লেবার। তাই এক ধরনের ধারণা তৈরি হয়-আপসানা পাচ্ছেন না লেবারের মনোনয়ন। তবে ডায়নাকে মনোনয়ন না দেওয়ায় সারা দেশে তোপের মুখে পড়েন লেবার নেতা কিয়ার স্টারমার। অভিযোগ ওঠে, সব বামপন্থিকে ছেঁটে ফেলছেন কিয়ার স্টারমার। আপসানাকে মনোনয়ন দিয়ে শেষ পর্যন্ত কিয়ার স্টারমার সমালোচনার মুখ বন্ধ করলেন।

সর্বশেষ খবর