সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ভোটার কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

ভোটার কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব হচ্ছে প্রার্থীর। উপজেলা নির্বাচনে রাজনৈতিকভাবে তো ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয়, তখন ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে যায়। গতকাল পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি।

এ সময় সিইসি বলেন, উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার ৬০-৭০ শতাংশ হলে আমরা আরও সন্তুষ্ট হতাম। আশা করি, মানুষ আগামীতে আরও সচেতন হবে, গণতান্ত্রিক চেতনা উপলব্ধি করে ভোটমুখী হবে। চারটি ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে আরেকটি ধাপ বেড়েছে। পঞ্চম ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন হলো রবিবার। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে রবিবার পর্যন্ত ৪৬৯টিতে নির্বাচন সম্পন্ন করলাম।

সর্বশেষ খবর