মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

মানসম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্য

ডা. সামন্ত লাল সেন

মানসম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, অনুমোদনহীন কিংবা মানহীন ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। এ রকম কোনো অভিযোগ এলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। দেশের মানুষের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের এখন প্রাইমারি স্বাস্থ্যসেবা নিশ্চিতে জোর দিতে হবে। ওষুধের দাম নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। যদি কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে ওষুধের দাম বেশি রাখে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওষুধের দাম নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদফতর কী করছে, সেটিও মনিটরিং করা হবে। মাতৃমৃত্যু প্রতিরোধে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নজর দেওয়া হচ্ছে। অনুমোদনহীন, মানহীন ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এটা আমরা চালিয়ে যাব।

সর্বশেষ খবর