মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

নজরদারির অভাব

ডা. রশীদ-ই-মাহবুব

নজরদারির অভাব

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেন, দেশের বেসরকারি হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই। এগুলোর কারণ কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, বিশাল অঙ্কের ব্যয় করে বড় হাসপাতাল, ভারী ভারী যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। কিন্তু সংকটাপন্ন রোগী গেলে তার চিকিৎসা ব্যবস্থাপনায় সেই দক্ষতা চোখে পড়ে না। কাগজে-কলমে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম আছে, বাস্তবে নেই। হাসপাতালে মানসম্পন্ন সেবা পেতে গেলে লজিস্টিক সাপোর্ট এবং দক্ষ জনবল প্রয়োজন। কিন্তু দেশের অনেক বেসরকারি হাসপাতালে এগুলোতে বিশাল ঘাটতি। কিন্তু এসব দেখার লোক নেই। স্বাস্থ্য অধিদফতরকে শুধু মাঝে মাঝে অভিযান চালিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। হাসপাতালে সেবার মান বজায় রাখতে সারা বছর কঠোর নজরদারি প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর