বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

নেপালের জলবিদ্যুৎ কিনবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। প্রতি ইউনিট আমদানিতে ব্যয় হবে ৮ দশমিক ১৭ টাকা। ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে ইউনিটপ্রতি শূন্য দশমিক ৫৯ রুপি এবং ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে তা এখনো নির্ধারিত হয়নি। এই বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন      বোর্ড পাঁচ বছরের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জলবিদ্যুৎ আমদানির এ প্রকল্প অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মাহমুদুল হোসাইন খান। গত বছরের মে মাসে বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬ মেগাওয়াটসহ মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ আসবে। এর আগে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে গত বছরের ১০ সেপ্টেম্বরে ‘বিদ্যুৎ খাত উন্নয়ন ও আমদানি’ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওই কমিটির প্রধান ছিলেন। তিনি নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ট্যারিফ জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, নেপাল থেকে আমদানি করা বিদ্যুতের দাম দেশে কয়লাভিত্তিক উৎপাদিত বিদ্যুতের দামের তুলনায় কম পড়বে। সে সময় সরকারের তরফ থেকে জানানো হয়, নেপাল শীতকালে বাংলাদেশের কাছ থেকে বিদ্যুৎ নিতে আগ্রহী। শীতে নেপালে বিদ্যুতের চাহিদা বেশি থাকে, অন্যদিকে বাংলাদেশে চাহিদা কম থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর