শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা এখন টালমাটাল। প্রতিদিনই অর্থনীতি ধসের কথা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। ঈদের সময়ও গ্রাহকরা তাদের প্রয়োজনীয় টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতাসীন গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। ঋণখেলাপিরা উল্লাসে মেতে উঠেছে। পুঁজি পাচারকারী, হুন্ডিওয়ালা, বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, তীব্র ডলার সংকট, প্রবাসী আয় কমে যাওয়া, রেমিট্যান্স কমে যাওয়া, অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যে মূল্যস্ফীতিসহ সীমিত ও নিম্ন আয়ের মানুষকে গভীর সংকটে ফেলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর