শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

পশ্চিমা নিষেধাজ্ঞায় বেড়েছে রুবলের দাম

প্রতিদিন ডেস্ক

পশ্চিমা নিষেধাজ্ঞায় বেড়েছে রুবলের দাম

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া নিজ মুদ্রা রুবলে বৈদেশিক বাণিজ্য শুরু করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুবলের দাম বেড়েছে। এখন রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ হচ্ছে রুবলে। ডলার বা ইউরোতে রাশিয়া বাণিজ্য করছে না, সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয়, এমন কোনো দেশের মুদ্রায়ও তারা বাণিজ্য করছে না। এই পরিস্থিতিতে রুবলের কদর বেড়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি একথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর