বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

বেনজীর পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় দফায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জাসহ মেয়েদের নামে থাকা ৮টি ফ্ল্যাট, পোশাক কারখানার শেয়ারসহ আরও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন। বেনজীর পরিবারের তৃতীয় দফায় ক্রোক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় ১৩.৬৬ কাঠা জমির ওপর নির্মিত ভবনে ২টি ফ্ল্যাট (অফিস স্পেস) ও বান্দরবান জেলায় থাকা ২৫ একর জমি (লিজ)। এ ছাড়া ঢাকার আদাবরের পিসিকালচার হাউজিংয়ে বেনজীরের স্ত্রী জীশান মীর্জার নামে থাকা ৬টি ফ্ল্যাট এবং গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি মূলে সম্পত্তিতে ছয় তলা ভবনও ক্রোকের আদেশ দেওয়া স্থাবর সম্পত্তির তালিকায়। এই দফায় অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সিটিজেন টিভির শেয়ার ও টাওয়ার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক গার্মেন্টেসে থাকা শেয়ার। এসব সম্পত্তি পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, তিন মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর, যাহরা যারিন বিনতে বেনজীর এবং তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে বলে আবেদনে উল্লেখ করেছে দুদক। গত ২৩ ও ২৬ মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বেনজীর পরিবারের ১৯৮ একর জমি জব্দ করার আদেশ দেন। যার দলিল মূল্য ২০ কোটি ৭১ লাখ ৯ হাজার টাকা। এ ছাড়া বেনজীরের পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং পরিবারের মালিকানাধীন কোম্পানিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সে সময় বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে ঢাকার গুলশানে থাকা চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। তার মধ্যে তিনটি তার স্ত্রীর নামে এবং একটি ছোট মেয়ে যারাহ যারীনের নামে। দুটি ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩৫৩ বর্গফুট, যার দাম ৫৬ লাখ টাকা করে। বাকি দুই ফ্ল্যাটের আয়তন ২ হাজার ২৪৩ বর্গফুট করে, যার দাম সাড়ে ৫৩ লাখ টাকা করে।

সর্বশেষ খবর