বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

নেদারল্যান্ডসকে হারাতেই হবে বাংলাদেশের

আসিফ ইকবাল

বৃষ্টি সুবিধা করে দিয়েছে বাংলাদেশকে। মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলের নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। বৃষ্টিতে ম্যাচ প- হওয়ায় টি-২০ বিশ্বকাপের সুপার এইটে খেলার সম্ভাবনা প্রায় শেষ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এতে বাড়তি সুবিধা পেয়েছে বাংলাদেশ। অবশ্য একই সুবিধা পাচ্ছে টিউলিপ ফুলের দেশ নেদারল্যান্ডসও। এ সুবিধা নিয়ে ছোট্ট ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কিংসটাউনে ১১ বছর পর টি-২০ ম্যাচ হচ্ছে। সেটা আবার বিশ্বকাপের ম্যাচ। সর্বশেষ ২০১৩ সালের জুলাইয়ে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। নাজমুল বাহিনী নামছে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে। টাইগারদের পয়েন্ট দুই ম্যাচে এক জয়, এক হারে ২। রানরেট ০.০৭৫। নেদারল্যান্ডসের পয়েন্টও এক জয়, এক হারে ২। রানরেট ০.০২৪। সুপার এইটে খেলতে বাংলাদেশকে জিততেই হবে। জিতলে প্রায় নিশ্চিত শীর্ষ আট। অবশ্য ১৭ জুন নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। পরিসংখ্যানের হিসাবে অবশ্য ফেবারিট হয়ে নামছেন নাজমুলরা। দুই দল এখন পর্যন্ত যে চারবার পরস্পরের মুখোমুখি হয়েছে, টাইগারদের জয় ৩ ও ডাচ্দের ১। ইউরোপীয় দেশটির বিপক্ষে টাইগারদের সর্বশেষ জয় আবার গত টি-২০ বিশ্বকাপে। হোবার্টের ওই লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ৯ রানে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ ৪ রানে হেরেছেন নাজমুলরা। শেষ ২ বলে ৬ রান করতে পারেনি। ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিতর্ক হচ্ছে। তাওহিদ হৃদয়ের লেগ বিফোর কল নিয়ে সমালোচিত হচ্ছেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া লেগ বিফোরের পর বাউন্ডারি লাইন পার করা বলকে ‘ডেড বল’ ঘোষণায় সমস্যার আইন নিয়ে প্রশ্ন উঠেছে। হারলেও টাইগার পেসাররা দারুণ বোলিং করেছেন ম্যাচটিতে। আত্মবিশ্বাস জোগাচ্ছে। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়গুলো পেতে কঠিন লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালে দ্য হেগে টাইগাররা জিতেছিল ৮ উইকেটে। একই ভেন্যুতে পরের ম্যাচটি হেরেছিল ১ উইকেটে। ২০১৬ সালে ধর্মশালায় টি-২০ বিশ্বকাপের ম্যাচটি টাইগাররা জিতেছিল ৮ রানে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে নিউইয়র্ক থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর ভিনসেন্ট পৌঁছায় নাজমুল বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে পৌঁছায় টাইগাররা। ক্লান্তির কারণে সেদিনের অনুশীলন বাতিল করে টিম ম্যানেজেমেন্ট। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের ২৭ নম্বর ম্যাচ। একাদশে কি কোনো পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট? পরিবর্তন করলেও নেদারল্যান্ডসকে হারাতে টপ অর্ডারকে পারফরম্যান্স করতেই হবে। দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়তে হবে বড় জুটি।

সর্বশেষ খবর