শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা
চিকিৎসায় অবহেলা

ব্যাংক কর্মকর্তা নাদিয়ার মৃত্যু তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা নাদিয়া নূরের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। ৫ জুন রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ডায়রিয়া নিয়ে ভর্তি হয়ে অন্তঃসত্ত্বা নাদিয়া নূরের মৃত্যুতে হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলাকে দায়ী করেছে তার পরিবার।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ মৃত্যুর ঘটনা জানার পরে আমিসহ স্বাস্থ্য অধিদফতরের লোকজন হাসপাতাল পরিদর্শন করে এসেছি। নাদিয়া নূরের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। কমিটির প্রধান হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান। কমিটিতে আরও রয়েছেন একজন সার্জারি বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন এনেসস্থেশিওলজিস্ট। নাদিয়া নূরের মৃত্যুর ঘটনায় অবহেলা বা ভুল চিকিৎসা হয়েছে কি না তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।

সর্বশেষ খবর