শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

মেনুপুলেশন হচ্ছে দীর্ঘদিন ধরে

ফারুক আহমেদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

মেনুপুলেশন হচ্ছে দীর্ঘদিন ধরে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, আমাদের ম্যাক্রো অর্থনীতি খুবই নাজুক। সব খাতে নেতিবাচক পরিস্থিতি চলছে। এর অংশ হিসেবে শেয়ারবাজার টানা দরপতনের মধ্যে রয়েছে। তবে অন্যান্য খাতের তুলনায় শেয়ারবাজার পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। ফ্লোর প্রাইসের নামে দীর্ঘদিন শেয়ারবাজার আটকে রাখা হয়েছিল। এ সময় স্টক প্রাইসিং হয়নি। দীর্ঘমেয়াদে এখন ফল ভোগ করছে শেয়ারবাজার।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় ফারুক আহমেদ বলেন, শেয়ারবাজারে বর্তমান সংকট নানামুখী কারণে ঘটছে। দীর্ঘদিন বাজারে একটি মেনুপুলেশন ঘটছে। কেউ কেউ হয়তো এটা করছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন বাজার আটকে রাখায় কেউ ভরসা পাচ্ছে না। বাজার আবারও এমন কোনো পদক্ষেপ নেয় কি না? যে বিনিয়োগ করবে সে যে কোনো উপায়ে বের হতে চাইবে। কিন্তু আটকে রাখলে তো বের হতে পারবে না। এ আস্থাহীনতা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, শেয়ারবাজার ভাইব্রেন্ট রাখতে হলে বাজারসহায়ক নীতি গ্রহণ করা জরুরি। সেটা করছে না বলে মনে হচ্ছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তারা মানি মার্কেটে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীরাও যাচ্ছেন। ব্যাংকের ট্রেজারি বিল, বন্ড কিনে ১২ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায়। শেয়ারবাজারে মুনাফা হচ্ছে না। কেন আসবেন তারা? অফশোর ব্যাংকিংয়ে বিনিয়োগ কারলে ডলারে ৭ থেকে ৮ শতাংশ মুনাফা পাওয়া যাবে। বিদেশিরা স্টক মার্কেটে তাহলে কেন আসবেন? এ কারণে শেয়ারবাজারে বড় তারল্য সংকট তৈরি হয়েছে।

 

সর্বশেষ খবর