শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

এখন মূলধন হারানোর বাজারে পরিণত

মিনহাজ মান্নান

নিজস্ব প্রতিবেদক

এখন মূলধন হারানোর বাজারে পরিণত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সাবেক পরিচালক মিনহাজ মান্নান বলেছেন, শেয়ারবাজার থেকে মানুষ পুঁজি আহরণ করে।

বিনিয়োগকারীরা বিনিয়োগ করে মুনাফা করবে। কিন্তু এখন বিনিয়োগকারীদের মূলধন হারানোর বাজারে পরিণত হয়েছে শেয়ারবাজার। মানুষের চূড়ান্ত আস্থাহীনতা ও অবিশ্বাসের বাজার এখন শেয়ারবাজার। যে বাজারে মূলধনই থাকে না সেখানে কে বিনিয়োগ করতে আসবে? বাজার থেকে টাকা নিয়ে যারা বিদেশে পাচার করছে তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য কেউ কিছু করছে না। বাংলাদেশ প্রতিদিনকে মিনহাজ মান্নান আরও বলেন, আমাদের মনে হচ্ছে এ পেশায় এসে ভুল করেছিলাম। নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছি না। এটা শুধু আমার নয়, বাজারে যত ব্রোকারেজ হাউস আছে সবার এ পরিস্থিতি। ব্রোকার মালিকরা পথে বসে যাচ্ছেন। এই যদি হয় ব্রোকার মালিকদের অবস্থা, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কী অবস্থা সহজেই বোঝা যায়। নেতা যদি দুর্নীতিবাজ হন, তিনি যদি দুর্বৃত্তদের সহায়ক হন তাহলে প্রতিষ্ঠান চলে না। বর্তমান বাজারে এ পরিণতি দাঁড়িয়েছে। দুর্বৃত্তদের সহায়ক হিসেবে কাজ করছেন অনেকে। তিনি আরও বলেন, কতিপয় দুর্নীতিবাজকে সহায়তা দিতে আইন রহিত করা হয়েছে। ২০ কোটি টাকার কোম্পানি ১০০ কোটি দেখিয়ে বাজার থেকে অর্থ উত্তোলন করেছে। টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদের ধরতে হবে। এসব দুর্নীতি করলে সাধারণ বিনিয়োগকারীদের মূলধন কীভাবে থাকবে? সবার মূলধন হারিয়ে গেছে। রাজনৈতিক অর্থনীতি নিয়ে কথা হচ্ছে। গেইন ট্যাক্স নিয়ে কথা হচ্ছে। এগুলো বাজারে কোনো সমস্যা নয়। মানুষ গেইন করতে পারছে না। সে কেন ট্যাক্স নিয়ে ভাবতে যাবে? ট্যাক্স নিয়ে ভাবছে যারা পাচার করতে চায়। এ বাজার থেকে টাকা চুরি করতে চায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষের আস্থা ফেরাতে হলে কোম্পানির জালিয়াতি বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর