শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

নিজস্ব গতিতে চলতে দিতে হবে

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব গতিতে চলতে দিতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, শেয়ারবাজার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সার্কিট ব্রেকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। তাতে বাজারের স্বাভাবিক গতি থেমে যায়। তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান দরপতনে গেইন ট্যাক্সের একটি প্রভাব আছে। এতে বাজারকে অনেকে বিনিয়োগ আস্থার ঘাটতি হিসেবে দেখছেন।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে হাফিজ মুহম্মদ হাসান বলেন, কারও ওপর দোষারোপ করে হবে না। সবার দায়িত্ব আছে। শেয়ারবাজারে যেভাবে দরপতন হয়েছে সেটা কোনোভাবেই স্বাভাবিক বাজার বলা যাবে না। মানুষের চরম আস্থাহীনতা আছে। এ আস্থাহীনতা কাটাতে হলে সবার কাজ করতে হবে। বাজারে কেউ কেউ হয়তো অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। একটি উদাহরণ তৈরি করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাবে না। ভালো আইপিও নিয়ে আসতে হবে। বিনিয়োগে ভালো গাইডলাইন করতে হবে। সেখানে বড় রকমের ঘাটতি আছে। বাজার এমনিতে ভালো হবে না। সেজন্য কাজ করতে হবে। তিনি বলেন, কোম্পানির আইপিও তালিকাভুক্ত করার আইনে কিছু সমস্যা আছে যেগুলো সংস্কার করতে হবে। তবে সংস্কার করতে গিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হয় এমন কোনো পদক্ষপ যেন না থাকে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের উল্লেখযোগ্য ব্যবধান না করা গেলে ভালো কোম্পানি বাজারে তালিকাভুক্ত করা যাবে না। বাজারের গভীরতা বৃদ্ধি তথা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিত করার জন্য বাজেটে ভূমিকা রাখা উচিত। নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশে এখনো মানি মার্কেটের চেয়ে স্টক মার্কেট ভালো অবস্থানে। বাজার অবশ্যই ঘুরে দাঁড়াবে। বাজার স্বচ্ছন্দে চলতে দিলে ঘুরে দাঁড়াবেই।

সর্বশেষ খবর