শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বেনজীরের ইকো পার্ক আজ খুলছে, তত্ত্বাবধানে জেলা প্রশাসন

গোপালগঞ্জ প্রতিনিধি

বেনজীরের ইকো পার্ক আজ খুলছে, তত্ত্বাবধানে জেলা প্রশাসন

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আজ খুলছে। ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সকাল ৮টায় সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। দর্শনার্থীরা আগের মতোই ১০০ টাকা ফি দিয়ে পার্কে ঢুকে ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেওয়া হবে। বন্ধ থাকবে কটেজ। পার্কের আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে পার্কটি সাময়িক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। দুদক গত বৃহস্পতিবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকির জন্য কমিটি গঠন করে। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এ কমিটি করা হয়।

সর্বশেষ খবর