শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সাকিবকে ঘিরেই বাংলাদেশের আশা

ক্রীড়া প্রতিবেদক

সাকিবকে ঘিরেই বাংলাদেশের আশা

সাকিব আল হাসান যখন ম্যাচসেরার পুরস্কার নিচ্ছিলেন, ভারতের প্রাক্তন ড্যাশিং ওপেনার বীরেন্দর শেবাগ কি তখন টিভি পর্দার সামনে ছিলেন? তিনি কি খেলা দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের? একমাত্র শেবাগই জানেন এমন প্রশ্নের উত্তর। শেবাগ দেখুন, আর না দেখুন, ভারতীয় ক্রিকেটারকে ব্যাট হাতে জবাব দিয়েছেন সাকিব। আকাশসমান চাপ থেকে ছন্দে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার। সাকিবের ব্যাটিং ছন্দে ফেরায় হাফ ছেড়ে বেঁচেছেন টাইগার অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। আত্মবিশ্বাসী হয়েছেন নেপাল ম্যাচের। শুধু ‘হিমালয় কন্যা’ দেশটির বিপক্ষে নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও টিম ম্যানেজমেন্ট এখন স্বপ্ন দেখছেন সুপার এইটে বাজিমাত করার। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী নাজমুলবাহিনী এখন সুপার এইটের পথে। নেপালের বিপক্ষে জিতলেই ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শতভাগ নিশ্চয়তা নিয়ে খেলবে শীর্ষ আটে। বাংলাদেশ সুপার এইট খেলবে সম্ভাব্য ডি-২ হয়ে। সুপার এইটের আটটি দল এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিটি দলেরই ৩টি করে ম্যাচ শেষ। সম্ভাব্য দলগুলোর নাম জানা গেছে। যদি ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট খেলে, তাহলে সুপার এইটে খেলবে এক নম্বর গ্রুপে। পাবে গ্রুপ ‘এ’ থেকে ভারত, গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়া এবং ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগনিস্তানকে। শক্তিশালী গ্রুপ থেকে সেমিফাইনাল খেলা কঠিন। তারপরও ২০ ওভারের ম্যাচ বলেই স্বপ্ন দেখতে পারেন। দলের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয় বলেন, ‘শুধু সুপার এইট নয়, আমরা সেমিফাইনাল খেলার মতো দল।’ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘাম ঝরানো জয় পায় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতায় জেতা ম্যাচ হেরে যায়। ওই হারে সুপার এইট অনিশ্চিত হয়ে পড়ে নাজমুলবাহিনীর। নেদারল্যান্ডস ম্যাচ হয়ে পড়ে জীবন বাজির। আকাশসমান চাপের ওই ম্যাচে জ্বলে ওঠেন সাকিব। এতটাই দায়িত্বশীল ব্যাটিং করেছেন যে, বহুদিন এমন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ছিলেন পুরোপুরি ব্যর্থ। পরশু রাতে পরিচিত সেন্ট ভিনসেন্টের আরনেস ভেলে খেলেন ৬৪ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস। কমলাবাহিনীর বিপক্ষে ২৫ রানে জয়ী ম্যাচে শুধুু সাকিব নন, পারফরম্যান্স করেছেন বাঁ হাতি ওপেনার তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ জেতার পর শেবাগের প্রশ্নের উত্তর দিয়েছেন ট্যাকনিক্যালি। তিনি বলেন, ‘কাউকে উত্তর দেওয়ার কিছু নেই। একজন ক্রিকেটারের কাজ দলকে সহায়তা করা। ব্যাটারের কাজ রান করা, বোলারের কাজ উইকেট নেওয়া, ফিল্ডারের কাজ ২-৩টি ক্যাচ নেওয়া। আমি আমার দায়িত্ব পালন করেছি। দিনটি হয়তো আমার ছিল। বিশেষ করে আমাদের বোলিং ইউনিট দারুণ করছে।’

শুধু সাকিব নন, গোটা দলই এখন উজ্জীবিত ও আত্মবিশ্বাসী। এমন আত্মবিশ্বাসী টাইগারদের চাইছে টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটপ্রেমীরা।         

সর্বশেষ খবর