শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

মূল্যস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন আওয়ামী লীগ। আমাদের বাজেট সেশন চলছে। পৃথিবীর অন্যান্য দেশে বাজেট নিয়ে যেভাবে সমালোচনা হয় আমাদের বাজেট নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘টপ টু বটম দুর্নীতির বরপুত্র’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরাই এখন আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তিনি বলেন, বিএনপি আমলে দুর্নীতিবাজ বেনজীরের জায়গায় কোহিনূর, আশরাফুল হুদা এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে হয়। বিএনপি নেতারা জনে জনে দুর্নীতি করেছিল, লুটপাট করেছিল। বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন? ওবায়দুল কাদের বলেন, সার্বিক পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে বিরোধী দল হিসেবে বিএনপির ভোট ছিল। বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে গতবারের মতো খারাপ ফলাফল হতো না। কিন্তু তারেক রহমান ভেবেছে, এই পরিস্থিতিতে বিএনপি যদি নির্বাচনে ভালো ফল করে সেটার সুফল সে পাবে না। তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হয়ে যাবে। মির্জা ফখরুল যদি সংসদে যায় তাহলে তারেকের ক্ষমতা সংকুচিত হয়ে যাবে, এমন এক মনোভাব থেকেই ধমক দিয়ে ফখরুলকে সংসদে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমান। ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গত কয়েক বছর ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এবার আমরা আরও সর্তক হয়েছি। এবার সড়কে গাড়ির চাপ আছে, তবে রাস্তার জন্য যানজট হয়নি। কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যততত্র বসিয়ে জনদুর্ভোগ করা যাবে না।

সর্বশেষ খবর