শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সিকিমে বন্যা ভূমিধসে মৃত্যু ৬, আটকা ২ হাজার পর্যটক

প্রতিদিন ডেস্ক

ভারতের হিমালয়ের রাজ্য সিকিমে টানা বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় চলতি সপ্তাহে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে; আটকা পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। এনডিটিভি, রয়টার্স।

সিকিম সীমান্তবর্তী নেপালের তাপ্লেজুং জেলায় বৃষ্টির পর ভূমিধসে এক পরিবারের আরও চারজনের মৃত্যু হয়েছে। ভূমিধসে যখন তাদের বাড়ি ভেসে যায়, তারা তখন ঘুমাচ্ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের মাঙ্গন জেলায় বেশ কয়েকটি স্থানে ভূমিধস হয়েছে। মাঙ্গনের জেলা শাসক হেমকুমার ছেত্রী জানিয়েছেন, ৩৬ ঘণ্টা ধরে সেখানে টানা বৃষ্টি হয়েছে। ভূমিধসে একাধিক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এ জেলা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আটকাপড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমরা তাদের সরিয়ে নিতে পারছি না। তাদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক রয়েছেন।

প্রসঙ্গত, ভুটান, চীন ও নেপালের মাঝে অবস্থিত সাড়ে ৬ লাখ মানুষের ছোট্ট বৌদ্ধ রাজ্য সিকিম জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। কিন্তু হিমালয়ের চরম আবহাওয়ার কারণে প্রতি বছরই এ অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। গত বছর সিকিমে হিমালয়ের একটি হিমবাহ ফেটে বন্যায় কমপক্ষে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ খবর