রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদের সকালে প্রতিপক্ষ দুরন্ত নেপাল

আসিফ ইকবাল

নেপাল হেরে যতটা বিস্ময়ের সৃষ্টি করেছে, দক্ষিণ আফ্রিকার জয় ততটা রেখাপাত করতে পারেনি ক্রিকেটপ্রেমীদের মনে! এমন ম্যাচ কোনো দল হারতে পারে, মাঠে উপস্থিত দর্শক ভাবতেই পারেনি। জিততে ৬ বলে ৮ রান দরকার ছিল এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে অনভিজ্ঞ নেপালের। সেটা করতে পারেনি। ২০ ওভারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিতে পারেনি নেপাল। বিস্ময়করভাবে হেরে যায় যায় ১ রানে। সেই নেপালের বিপক্ষে ঈদুল আজহার দিন সকালে সেন্ট ভিনসেন্টের আরনেস ভেলের ধীরলয়ের উইকেটে খেলবে বাংলাদেশ। সুপার এইট নিশ্চিত করতে টাইগারদের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিতলে প্রয়োজন হবে না কোনো সমীকরণের। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে ‘ডি’ গ্রুপ থেকে উঠে যাবে সুপার এইটে। হেরে গেলে হিসাবের গরমিল হবে। তখন পুরোপুরি নির্ভর করবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা জিতলে এবং টাইগাররা নেপালের কাছে হারলেও সুপার এইট খেলবে। নেদারল্যান্ডস জিতলে রানরেটের সমীকরণ আসবে। বাংলাদেশ-নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে। বাংলাদেশের ঝুলিতে থাকবে ৫ পয়েন্ট। নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচের ফল তখন কোনো প্রভাব ফেলবে না টাইগারদের সুপার এইটে খেলায়। ঈদের দিন সকাল সাড়ে ৬টায় নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচ গ্রস আইলেটে। বাংলাদেশ-নেপাল ম্যাচ ভোর সাড়ে ৫টায়। বাংলাদেশ সুপার এইটে খেলে ‘ডি’-২ হিসেবে প্রতিপক্ষ পাবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল আফগানিস্তানকে। মার্কিন যুক্তরাষ্ট্র পর্বে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারালেও টাইগাররা ৪ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। টিউলিপ ফুলের দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি পরিণত হয় জীবনবাজির। ম্যাচটিতে সাকিব আল হাসান, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুরন্ত ব্যাটিং করেন। বিশেষ করে সাকিব যেভাবে দায়িত্বশীল ব্যাটিং করেন, বহুদিন টি-২০ ক্রিকেটে এমনটা খেলতে দেখা যায়নি তাঁকে। মাহমুদুল্লাহ বরাবরই ধারাবাহিক ছিলেন ব্যাটিংয়ে। তানজিদ দারুণ ব্যাটিং করেন। পুরোপুরি ব্যর্থ ছিলেন লিটন দাস, নাজমুল শান্ত। প্রথম দুই ম্যাচে রান করা তাওহিদ হৃদয় ছিলেন ব্যর্থ। বোলিং বিভাগ দারুণ পারফরম্যান্স করছে প্রতিটি ম্যাচে। লেগ স্পিনার রিশাদ হোসেন দিনে দিনে ম্যাচ উইনার বোলারে পরিণত হচ্ছেন। তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। গতির ঝড় তুলছেন তাসকিন। তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬। তানজিদ সাকিবের উইকেট তিন ম্যাচে ৫টি এবং মুস্তাফিজ তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। নেপাল ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কি না, ম্যাচের সকালে স্পষ্ট হবে। দুর্ভাগ্য বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পান। এর পর থেকে সাজঘরে বসে খেলা দেখছেন তিনি। বাংলাদেশ ও নেপাল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে একবার মুখোমুখি হয়। এক দশক আগে ২০১৪ সালে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। চট্টগ্রামের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। নেপাল প্রথমে ব্যাট করে রান করেছিল ৫ উইকেটে ১২৬। ২৭ বল হাতে রেখে জিতেছিল টাইগাররা।

 

সর্বশেষ খবর