বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

পাহাড় ধসে নিহত ১০

কক্সবাজার প্রতিনিধি

পাহাড় ধসে নিহত ১০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারে মঙ্গলবার রাত থেকে টানা বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাঁচটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আট রোহিঙ্গাসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত অপর জন স্থানীয় বাসিন্দা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ নম্বর ক্যাম্পে একজন, ৮ নম্বর ক্যাম্পে একজন, ৯ নম্বর ক্যাম্পে তিনজন, ১০ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৪ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্থানীয় দুজন বাসিন্দার মধ্যে চট্টগ্রামের                 সাতকানিয়া এলাকার একজন ৯ নম্বর ক্যাম্পে অবস্থানের কারণে মারা যান। তার নাম হোসেন আহমেদ। স্থানীয় অপরজনের বাড়ি ছিল ১৪ নম্বর ক্যাম্পের পাশেই। তার নাম আবদুল করিম। তিনি আরও জানান, ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। কখনো ভারী, আবার কখনো মাঝারিমানের বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা থেকে গতকাল বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর টেকনাফে শুধু ৬ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, গতকাল সকাল ৬ টায় ১০ নম্বর ক্যাম্পের বক্ল সি-৩ তে প্রথম পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট  সেখান থেকে চারজনের লাশ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ৯ নম্বর ক্যাম্পের আই-৪ এ পাহাড় ধসে পড়লে সেখান থেকে উদ্ধার করা হয় ৩ জনের লাশ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মারা যায় আরও দুজন। একইসময়ে ১ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মারা যান একজন।

সর্বশেষ খবর