বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা

বৈষম্য অন্যায় থাকবে না সেই দেশ গড়তে হবে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বৈষম্য অন্যায় থাকবে না সেই দেশ গড়তে হবে

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ শেষে সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঈদ উৎসবে যারা আনন্দ করতে পারছে না, তাদের পাশে সচ্ছলদের দাঁড়াতে হবে। এককভাবে আমরা ঈদ উদ্যাপন করতে পারি না। দেশের সব মানুষ ঈদ উদ্যাপন করুক এবং অসহায়দের যেন আমরা কাছে টেনে নিই। ঈদের দিনে আমার প্রত্যাশা অসহায়-গরিব মানুষ যেন সচ্ছলতা ফিরে পায়। আমাদের সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে। একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যেখানে বৈষম্য, অন্যায়, অবিচার থাকবে না। আল্লাহর কাছে এ দোয়া করেছি।

এর আগে রংপুর জেলা মডেল মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে অংশ নেন বিরোধীদলীয় নেতা জি এম কাদের। এ ঈদ জামাতে রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমন অংশ নেন।

সর্বশেষ খবর