বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ০০:০০ টা
ভূমধ্যসাগরে নিহত ১১

অধরাই রয়ে গেল স্বপ্ন

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদারের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। ইতালির দক্ষিণ উপকূলে গত মঙ্গলবার ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন, এদের মধ্যে আলী, সাব্বিরসহ একই এলাকার তিনজন ছিলেন। আলীর পরিবারের দাবি, ধারদেনা করে প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাত্রা করেছিলেন আলী।

জানা যায়, সম্প্রতি দুবাই হয়ে লিবিয়ায় পৌঁছান আলী। তারপর সেখান থেকে ইতালি যাওয়ার উদ্দেশে ইঞ্জিনচালিত নৌকায় ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়ার প্রথম অভিযান ব্যর্থ হয় তাদের। দ্বিতীয়বারের চেষ্টায় দুটি নৌকা ডুবিতে ১১ জনের সঙ্গে সলিল সমাধি হয় আলীরও। এ ঘটনায় ২৬ শিশুসহ এখনো ৬৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  নিহত আলী হাওলাদারের স্ত্র রোমেনা আক্তার জানান, দেশে থাকালীন ইজিবাইক চালিয়ে সংসার চালাত। পরিবারে ছয় বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। স্বপ্ন ছিল ইউরোপ গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরাবে। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মারা যাবে তা মেনে নিতে পারছি না।  আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।  এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, মাদারীপুরের কতজন নিহত হয়েছেন সে বিষয়টি এখনো আমরা নিশ্চিত নই। তবে লাশ ফিরিয়ে আনতে আমরা প্রশাসনিক সব ধরনের সহযোগিতা করব।

সর্বশেষ খবর