শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

এমপি হত্যায় নির্দোষ দাবি জেলা পরিষদ চেয়ারম্যানের

ঝিনাইদহ প্রতিনিধি

দিন যতই যাচ্ছে আনার হত্যায় নতুন নতুন মোড় নিচ্ছে। এবার নতুন অর্থদাতার সন্ধান মিলেছে বলে বক্তব্য দিয়েছেন এমপি আনারের নির্বাচনি এলাকা কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু। বিষয়টি নিয়ে ঝিনাইদহে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপুর বক্তব্যের প্রতিবাদে গতকাল বিকালে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ সংবাদ সম্মেলন করেছেন। জেলা পরিষদের সম্মেলন কক্ষে ডাকা সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন- আমি এমপি আনার হত্যার সঙ্গে বিন্দু পরিমাণ জড়িত নই। তারপরও বিভিন্ন স্থানে আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। গত জেলা পরিষদ নির্র্বাচনে আমার প্রতিপক্ষের হয়ে আলী হোসেন অপু কাজ করেছেন। ওই সময় তিনি আমার লোকজনকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন। তারপরও তার প্রার্থী পরাজিত হন। সে জন্য তিনি গত বুধবার সকালে আনার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে আরও বলেন, আমাকে ফাঁসানোর জন্য নানাভাবে পাঁয়তারা চলছে। আমি অপরাধী নই। আর যদি অপরাধ করে থাকি তাহলে নিরপেক্ষ তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম দেন।

সর্বশেষ খবর