শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
এম হুমায়ুন কবীর

বাংলাদেশ-ভারত সুষম সম্পর্কের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সুষম সম্পর্কের প্রত্যাশা

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বেশ গভীর এবং বিস্তৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অমীমাংসিত কিছু বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক এবং যোগাযোগ বিষয় গুরুত্ব পেতে পারে। নিকট প্রতিবেশী দুই দেশের সম্পর্ক সুষম হলে তা টেকসই ও গতিশীল হবে বলে আমরা প্রত্যাশা করি।

সাবেক এই কূটনীতিক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিস্তার পানি বণ্টনের বিষয়ে জনমনে প্রত্যাশা রয়েছে। এর সঙ্গে  আরও ছয়-সাতটি নদীর পানি এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয় যোগ হয়েছে। আমরা এ অমীমাংসিত বিষয়গুলোর সমাধানমুখী চিন্তায় আগ্রহী। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও বেশ বিস্তৃত। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কে ছাড় কিংবা শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা জরুরি। এতে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের বন্দর, রেলওয়ে ব্যবহারে ভারতের সঙ্গে সম্পর্ক বেশ অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে সুষম সুযোগ পেতে বাংলাদেশ কী সুবিধা পেতে পারে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। শুধু উত্তর-পূর্ব ভারত নয়, অন্য রাজ্যগুলোর সঙ্গে কীভাবে যোগাযোগ বাড়তে পারে সে বিষয়ে কাজ করা যেতে পারে। নৌপরিবহনে জোর দিতে নৌযোগাযোগকে সমৃদ্ধ করতে হবে। সীমান্তহত্যা বন্ধে আগের প্রতিশ্রুতি রয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। এম হুমায়ুন কবীর আরও বলেন, দুই দেশের বাইরে আঞ্চলিক ইস্যুগুলোতেও একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হতে পারে। আমরা যেমন ভারতের প্রয়োজনীয়তাকে সম্মান জানাই, তারাও বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা, প্রত্যাশাকে সম্মান করবে-এটাই চাওয়া।

সর্বশেষ খবর