শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

সুপার এইটে ছন্নছাড়া বাংলাদেশ

আজ ভারতের মুখোমুখি

আসিফ ইকবাল

গ্রুপ পর্ব টপকানো ছিল টাইগারদের প্রথম টার্গেট। দারুণ ক্রিকেট খেলে সেই টার্গেট পূরণও করেন নাজমুলরা। অসাধারণ কিছু করার স্বপ্ন দেখতে থাকেন সুপার এইটে। সেই টার্গেটে গতকাল ভোরে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কিন্তু স্বপ্ন পূরণের কঠিন হার্ডল পেরোতে পারেনি নাজমুলবাহিনী। মিচেল মার্শের অস্ট্রেলিয়ার দাপুটে ক্রিকেটের বিপক্ষে লড়াই করতে পারেনি। হার দিয়ে শুরু করেছে সুপার এইট। ডিএল মেথডে বৃষ্টিস্নাত ম্যাচটি বাংলাদেশ হেরেছে ২৮ রানে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নাজমুলরা মুখোমুখি হবেন আসরের অন্যতম ফেবারিট ভারতের। রোহিতবাহিনী প্রথম ম্যাচে ৪৭ রানে হারিয়েছে আফগানিস্তানকে। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ নিয়ে ৫ ম্যাচে হেরেছে টাইগাররা। গতকাল অ্যান্টিগায় প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান তোলে। ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলতে খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। জিততে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ৭৩ রান।       

ফের ব্যর্থ ওপেনিং জুটি। টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত যে পাঁচ ম্যাচ খেলেছে টাইগাররা, কোনোটিতেই দুই অংকের স্কোর করতে পারেনি ওপেনাররা। গ্রুপ পর্বের চার ম্যাচের ওপেনিং জুটির স্কোর যথাক্রমে ১, ৯, ৩ ও ০। গতকাল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও ০ রানের গন্ডি ভাঙতে পারেনি ওপেনারদ্বয়। শুধু ওপেনার কেন, টপ অর্ডার রান পাচ্ছেন না। টপ অর্ডারের ব্যর্থতার ধাক্কা সামলাতে পারছে না দল। শুধু তাওহিদ হৃদয় ও অধিনায়ক নাজমুল লড়াকু মেজাজে ব্যাটিং করেন। হারলেও টাইগার অধিনায়ক রানে ফিরেছেন। আগের ৪ ম্যাচে ২৬ রান করা নাজমুল লেগ বিফোর হন অ্যাডাম জাম্পার বলে। লেগ বিফোর হওয়ার আগে ৩৬ বলে ৪১ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। তাওহিদ আউট হন প্যাট কামিন্সের হ্যাটট্রিকের শিকার হয়ে। অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক কামিন্স গতকাল দুই ওভারে হ্যাটট্রিক করেন। ১৮তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ রিয়াদকে বোল্ড করেন। পরের বলে সাজঘরে পাঠান বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা শেখ মেহেদিকে। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে রাখেন। ২০তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে তুলে নেন হৃদয়ের উইকেট। তাওহিদ ৪০ রান করেন ২৮ বলে ২ চার ও ২ ছক্কায়। দুই ওভারে টানা তিন বলে হ্যাটট্রিক করেন কামিন্স। টি-২০ বিশ্বকাপে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ হ্যাটট্রিক। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লি, ২০২১ সালে মিরপুরে নাথান অ্যালিস হ্যাটট্রিক করেন। টি-২০ ক্রিকেটে ৫৯ নম্বর এবং ওয়ানডেতে হ্যাটট্রিক সংখ্যা ৫০ এবং টেস্টে ৪৬টি। ১৪১ রানের টার্গেটে ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলার পর আর খেলা হয়নি। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ৭২ রান। ম্যাচসেরা হয়েছেন প্যাট কামিন্স।

সর্বশেষ খবর