শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি

প্রতিদিন ডেস্ক

বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন কলেজ থেকে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড দিতে চান। আসন্ন নির্বাচন ঘিরে দেশটিতে এটি প্রধান ইস্যু হয়ে উঠেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গি নমনীয় হয়েছে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহিত অভিবাসীদের জন্য নাগরিকত্বের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর অবৈধ সীমান্ত ক্রসিংয়ের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক কড়া অবস্থানে ভারসাম্য ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থী এমন মন্তব্য করলেন। ট্রাম্প বলেন, ‘আমি যা করতে চাই এবং আমি যা করব তা হলো- আপনি একটি কলেজ থেকে স্নাতক হয়েছেন। আমি মনে করি এই দেশে থাকার জন্য আপনার ডিপ্লোমার অংশ হিসেবে একটি গ্রিন কার্ড পাওয়া উচিত। গ্রিন কার্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি কার্ড এবং এটি নাগরিকত্ব লাভের একটি পদক্ষেপ। ট্রাম্প বলেছেন, এর মধ্যে ‘যে কেউ একটি কলেজ থেকে স্নাতক হয়েছে’ তাদের অন্তর্ভুক্ত করা উচিত। যারা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত এবং ডক্টরাল স্নাতক হিসেবে পরিচিত দুই বছরের প্রোগ্রাম সম্পূর্ণ করে তারাও অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ‘বিশ্বের সেরা এবং উজ্জ্বল প্রতিভাগুলোকে আমেরিকাতে’ নিয়ে আসতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কি না। এর জবাবে ট্রাম্প উত্তর দিয়েছেন যে, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি এমন গল্পগুলো জানি যেখানে লোকেরা একটি শীর্ষ কলেজ থেকে বা একটি কলেজ থেকে স্নাতক হয়েছে এবং তারা এখানে থাকতে চায় কিন্তু পারে না।’ ট্রাম্প বলেন, ‘তারা ভারতে ফিরে যায়, তারা চীনে ফিরে যায়। তারা সেই জায়গাগুলোতে একই কোম্পানি করে এবং তারা হাজার হাজার লোককে নিয়োগ করে বহু বিলিয়নিয়ার হয়ে যায়।’ মার্কিন সংস্থাগুলোতে ‘স্মার্ট লোক’ দরকার এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তারা এমনকি কোনো সংস্থার সঙ্গে চুক্তিও করতে পারে না। কারণ তারা মনে করে যে, তারা এই দেশে থাকতে পারবে।’

ট্রাম্প ২০১৭-২০২১ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি মার্কিন-মেক্সিকো সীমান্তে একটি প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং বেশির ভাগ মুসলিম দেশের লোকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেন।

সর্বশেষ খবর