শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

জয়ে মেসিদের কোপা মিশন শুরু

ক্রীড়া ডেস্ক

জয়ে মেসিদের কোপা মিশন শুরু

ক্যারিয়ারের কোনো ট্রফি বাকি নেই লিওনেল মেসির। বিশ্বকাপ জিতেছেন। অলিম্পিক জিতেছেন। জিতেছেন কোপা আমেরিকাও। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন সাতবার। বিশ্বসেরার মুকুটে পালকের অভাব নেই। গতকাল কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে খেলতে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি। লাতিন ও উত্তর আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। তার রেকর্ড গড়ার ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। মেসি নিজে গোল করেননি। কিন্তু গোল দুটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। আটলান্টার জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নরা গোল দুটি করে দ্বিতীয়ার্ধে। গোল দুটি করেন জুলিয়ান আলভারেজ ও লটারো মার্টিনেজ। মেসি রেকর্ড গড়েন কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার। আগের রেকর্ড ছিল চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের। ১৯৪১-১৯৫৩ সাল পর্যন্ত তিনি ৩৪টি ম্যাচ খেলেন।

সর্বশেষ খবর