রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সেমির স্বপ্ন শেষ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিলেন নাজমুলরা। এজন্য ভারতকে হারাতেই হতো। শুধু হারালে হতো না, হারাতে হতো পরের ম্যাচে আফগানিস্তানকেও। এবার আর সেমিফাইনাল খেলা হচ্ছে না টাইগারদের। সুপার এইটে ভারতের বিপক্ষে জীবনবাজির ম্যাচটি হেরেছে ৫০ রানে। এই হারে ২৫ জুন কিংসটাউনে রশিদ খান, ফজলহক ফারুকীদের বিপক্ষের ম্যাচটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে নাজমুল বাহিনীর। নাজমুলরা প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিএল মেথডে ২৮ রানে হেরেছিলেন। ভারত টানা দুই জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। ভারত প্রথম ম্যাচে ৪৭ রানে হারিয়েছিল আফগানিস্তানকে। দলটির শেষ ম্যাচ আগামীকাল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রস আইলেটে। আজ সকালে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের ফলাফলে নিশ্চিত হবে কোন দুটি দল গ্রুপ-১ থেকে সেমিতে খেলবে। যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। অলরাউন্ডিং পারফরম্যান্স করে (৫০* ও ১/৩২) ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া।

নাজমুল বাহিনী হারলেও সাকিব আল হাসান একটি মাইলফলক গড়েন। টি-২০ বিশ্বকাপে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার মাইফলক গড়েন সাকিব। ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে রোহিত শর্মাকে আউট করে রেকর্ডটি গড়েন। বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা ৪২ ম্যাচে ৫০। ক্যারিয়ারে ১২৮ ম্যাচে ১৪৯টি। সাকিবের রেকর্ড গড়া ম্যাচে ভারত টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে। দলনায়ক রোহিত ১১ বলে ২৩, বিরাট কোহলি ২৮ বলে ৩৭, ঋশাভ পান্থ ২৪ বলে ৩৬, সূর্যকুমার যাদব ২ বলে ৬, হার্দিক পান্ডিয়া ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। শিভাম দুবে ২৪ বলে ৩৪ রান করেন। টাইগার বোলারদের মধ্যে তানজিম সাকিব ৩২ রানে ২টি ও রিশাদ হোসেন ৪৩ রানের খরচে ২ উইকেট নেন। এক উইকেট নেন সাকিব। টার্গেট ১৯৭ রান। পর্বত ডিঙানোর সমান। দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস ৪.৩ ওভারে ৩৫ রানের ভিত দেন। বিশ্বকাপে এই প্র্রথম দুই অঙ্কের স্কোর করল ওপেনিং জুটি। আগের ম্যাচগুলোর ওপেনিং জুটির স্কোরগুলো যথাক্রমে ১, ৯, ৩, ০ ও ০। লিটন ১১ বলে এক চার ও এক ছক্কায় ১৩ রান করেন। তানজিদ ৩১ বলে ২৯ রান করেন ৪ চারে। অধিনায়ক নাজমুল ৩২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন। ব্যর্থ হযেছেন তাওহিদ হৃদয়। ৬ বলে ৪ রান, সাকিব ৭ বলে ১১, মাহমুদুল্লাহ রিয়াদ ১৫ বলে ১৩ ও রিশাদ ১০ বলে ২৪ রান করেন ১ চার ও ৩ ছক্কায়।

সর্বশেষ খবর