শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

পুলিশে বড় রদবদল

১ অতিরিক্ত আইজিপি, ৯ ডিআইজি ♦ ১৫ অতিরিক্ত ডিআইজির নতুন কর্মস্থল ♦ ১৪ জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশে বড় রদবদল

পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি, এসপিসহ উচ্চপর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), নয়জন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপারসহ (এসপি) মোট ৪০ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থল দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর এখন পর্যন্ত এটিই পুলিশে বড় রদবদল।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দফতরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে বদলি করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দফতরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দফতরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দফতরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। এ ছাড়াও ২০২৩ সালের শেষের দিকে পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৫ কর্মকর্তাকে দীর্ঘদিন পোস্টিং না দিয়ে পূর্বের কর্মস্থলেই রাখা হয়েছিল। তাদের এবার নতুন দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি মো. আবদুল ওয়ারীশকে সিএমপির অতিরিক্ত কমিশনার; সরকার মোহাম্মদ কায়সারকে এসবিতে; মুহাম্মদ আশরাফ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার; এ এইচ এম আবদুর রকিবকে এসবিতে; মোহাম্মদ আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার; এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার; মো. শহিদুল্লাহকে ডিএমপির যুগ্ম কমিশনার; মোহাম্মদ শরিফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে; মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে; সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার; প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সদর দফতরে; আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির যুগ্ম কমিশনার; মো. আকবর আলী মুনসীকে জিএমপিতে; মো. ফেরদৌস আলী চৌধুরীকে সিএমপিতে এবং মোহাম্মদ এহসান শাহকে সিএমপিতে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুসারে নতুন পুলিশ সুপার (এসপি) পেয়েছে নীলফামারী, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, ফেনী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ জেলা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির ডিসি মোহাম্মদ শাহজাহানকে রংপুরের এসপি, ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়ায়, কুমিল্লার এসপি আবদুল মান্নানকে সিলেটে, পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলামকে কুমিল্লা, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বরগুনা, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়ার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ডিএমপির ডিবির ডিসি মো. আ. আহাদকে পাবনা, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইল, পিবিআইয়ের এসপি মো. মোকবুল হোসেনকে নীলফামারী, মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোর, এসবির পুলিশ সুপার মো. শফিউর রহমানকে মাদারীপুর, পুলিশ সদর দফতরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। আর সিলেটের এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন, পৃথক আরও দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে ১৫ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। আর পুলিশ পরিদর্শক (সশস্ত্র) এক কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর