মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
আলোচনায় সরকারি কর্মকর্তারা

দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হয় না

ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি হয় না

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অসাধু সরকারি আমলা ও কর্মকর্তাদের দুর্নীতির তথ্য নিয়ে চলছে সমালোচনা। কিন্তু এসব অসামঞ্জস্য সম্পদ ও অর্থের উৎস নিয়ে অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা সুরক্ষা পেয়ে যাচ্ছে। গতকাল     তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতিবাজ আমলা এবং কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির রোল মডেল তৈরি হয়েছে। তারা বুঝতে পারছেন যে, দুর্নীতি করলে পার পাওয়া যায়। দুর্নীতির দায়ে অভিযুক্তদের থেকে চারপাশের অনেকেই লাভবান হয়েছেন। তাদের যোগসাজশে অর্থ আত্মসাৎ করে পালিয়ে সুরক্ষিত জায়গায় চলে যাচ্ছেন তারা। ব্যাপকভাবে আলোচিত এসব কর্মকর্তাকে বিমানবন্দর, স্থলবন্দরে কেউ চিনবে না- এটা বিশ্বাসযোগ্য না। তাই তাদের দেশ ছেড়ে পালানোতে যে যোগসাজশ আছে, তা স্পষ্ট হয়। চাকরিতে যোগদানের সময় সরকারি কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নিয়ম রয়েছে এবং প্রতিবছর সেটা হালনাগাদ করতে হয়। এ ছাড়া দুর্নীতির অভিযোগ এলে রয়েছে নানা আইনি প্রক্রিয়া, বিভাগীয় ব্যবস্থা। কিন্তু এসব আইন কাগজে থাকলেও বাস্তবায়ন নেই। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় দেখে মনে হতে পারে দুর্নীতি সম্প্রতি শুরু হয়েছে। দুর্নীতির ঘটনা আগেও ঘটেছে কিন্তু বিচার না হওয়ায় সাম্প্রতিক সময়ে তা ব্যাপক আকার ধারণ করেছে। দুদকের তদন্ত, ব্যাংক হিসাব জব্দ করা দেখে মনে হতে পারে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু পরে দেখা যায় আইনের ফাঁক গলে ঠিকই বের হয়ে যায় এসব দুর্নীতিবাজ। উপযুক্ত শাস্তি ও কঠোর ব্যবস্থা না নিলে দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে না।

সর্বশেষ খবর