মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
আলোচনায় সরকারি কর্মকর্তারা

ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে জবাবদিহি প্রয়োজন

এস এম এ ফায়েজ

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাতে জবাবদিহি প্রয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, যারা মানুষকে সেবা দেবে তারা যদি দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে তবে দেশ কোনদিকে যাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মই বা কী শিখবে তাদের কাছে? পুরো দেশবাসী এ বিষয় নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তাই দুর্নীতিতে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা উচিত। এখনো যারা ধরাছোঁয়ার বাইরে আছেন তাদেরও খুঁজে বের করতে হবে। এটি দেশবাসী প্রত্যাশা করে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সমাজচিন্তক মনে করেন, মানুষ এখন একটি সংশয়ের মধ্যে রয়েছে যে, কোনো কাজ কি অনৈতিক অর্থ লেনদেন ছাড়া করা যাবে না? আসলে এমন পরিস্থিতি সমাজে বিস্তার করলে পুরো সমাজ উদ্বেগের মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। এ শিক্ষাবিদ বলেন, কয়েকজন আমলার দুর্নীতির খবর জানতে পেরে সার্বিকভাবে সব আমলাকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করছি আমরা। কিন্তু সমাজে তো ভালো মানুষও রয়েছেন। তাই সবাইকে জবাবদিহিতার মধ্যে আনলে যারা স্বচ্ছ, যারা দেশ-দশের জন্য ভাবেন তাদের মানুষ সম্মান করবে। আর যারা দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, দেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেন আমলাদের ভয় করে, সমীহ করে চলতে হচ্ছে আমাদের। তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ভাবা যাবে না- এভাবে তো চলতে পারে না। আমরা প্রত্যাশা করব দেশ দুর্নীতিমুক্ত হবে। এতে দেশেও যেমন আমরা শান্তিতে থাকতে পারব আর বিদেশেরও কেউ আমাদের দুর্নীতিবাজ বলবে না। এখন অনেক দেশই আমাদের দুর্নীতিবাজ মনে করে। আমি মনে করি, প্রতিটি প্রতিষ্ঠান- হতে পারে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বা প্রশাসন, সব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের খতিয়ে দেখতে হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনলে আরও অনেককিছু বেরিয়ে আসবে বলে আমি মনে করি।

সর্বশেষ খবর