মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়া কেবিনে নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া কেবিনে নিবিড় পর্যবেক্ষণে

২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল বিকালে তাঁকে সিসিইউর সুযোগসুবিধাসংবলিত কেবিনে স্থানান্তর করা হয়। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে মেডিকেল বোর্ড সদস্যরা দেখার পর সবকিছু পর্যালোচনা করে বিকাল পৌনে ৫টায় সিসিইউর সব সুবিধাসংবলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন আছেন।’ এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে প্রথমে সাময়িক ও পরে স্থায়ী পেসমেকার বসানো হয়। এরপর তাঁকে সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গতকাল দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সিদ্ধান্তে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের এ বৈঠকে লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জানা যায়, সাবেক এই প্রধানমন্ত্রীর আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল। এর আগে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। একটি রিংও পরানো হয়েছিল হৃদযন্ত্রে। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে।

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গণতন্ত্রের প্রতি সম্মান রেখে সরকারের উচিত তাঁকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো। গতকাল দলটির কার্যনির্বাহী কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর