মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সেমিতে ভারত, কঠিন অঙ্কে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে ভারত, কঠিন অঙ্কে বাংলাদেশ

আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। গতকাল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে ২৪ রানের জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছেন রোহিত শর্মারা। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। সেমিফাইনালে রোহিত শর্মারা মুখোমুখি হবেন ইংল্যান্ডের। অপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। আজ সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পরই তা ঠিক হবে। বাংলাদেশ ১৬০ রান করে ৬২ রান বা তার চেয়ে বেশি ব্যবধানে জিততে পারলে সেমিফাইনালে খেলতে পারে। আফগানিস্তান জিতলেই সেমিফাইনাল খেলবে। ম্যাচ পরিত্যক্ত হলেও আফগানরা শেষ চারে খেলবে। আবার বাংলাদেশ ৬০ রানের কম ব্যবধানে জিতলে অস্ট্রেলিয়া খেলতে পারে সেমিফাইনাল। গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২০৫ রান। অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৪১ বলে ৭টি চার ও ৮টি ছক্কার মারে করেন ৯২ রান। বিরাট কোহলি শূন্য (০) রানে আউট হলেও বড় স্কোরের দিকে দলকে এগিয়ে নেন রোহিত। রিশাব পন্ত ১৫ রান করে আউট হলেও সূর্যকুমার যাদব ১৬ বলে ৩১ রান করেন। শেষদিকে শিবম দুবে ২৮ ও হার্দিক পান্ডিয়া ২৭ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও মারকুস স্টয়নিস ২টি করে এবং হ্যাজলউড ১টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকে। ডেভিড ওয়ার্নার ৬ রান করে আউট হলেও রানের গতি ঠিক রাখেন ট্রেভিস হেড ও মিচেল মার্শ। ২৮ বলে ৩৭ রান করে আউট হন মার্শ। ম্যাক্সওয়েল ১২ বলে করেন ২০ রান। ট্রেভিস হেড ৪৩ বলে ৯টি চার ও ৪টি ছক্কার মারে করেন ৭৬ রান। টিম ডেভিড ১৫ রান করে সাজঘরে ফেরেন। বাকিদের কেউই তেমন কোনো বড় স্কোর গড়তে পারেননি। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া কুলদ্বীপ যাদব ২টি এবং জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ঝড়ো ব্যাটিং করা রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক (৪১৬৫)। ৪১৪৫ রান নিয়ে শীর্ষে ছিলেন বাবর আজম।

সর্বশেষ খবর