মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
লিউ জিয়ানচাও

শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় চীন

কূটনৈতিক প্রতিবেদক

শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় চীন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লিউ জিয়ানচাও জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় রয়েছে চীন। এ সফর সফল করার জন্য উভয় পক্ষ এখন কাজ করছে। গতকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। লিউ জিয়ানচাও সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে। আমরা দুই দেশই আরও গভীর সম্পৃক্ততা চাই। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন। এ সফরের জন্য আমরা প্রতীক্ষা করছি। সফর সফল করার লক্ষ্যে বাংলাদেশ ও চীনা পক্ষ একযোগে কাজ করছে। সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও আশা করেন তিনি। মিনিস্টার বলেন, চীন বন্ধু ও উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। অবকাঠামো উন্নয়ন, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ ইত্যাদি খাতে দুই দেশই সহযোগিতা বাড়াতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়ে ফল আসবে। বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০৪১’ ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে পাশে থাকার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেন চীনের এ নেতা। তিনি বলেন, আমি মনে করি, প্রধানমন্ত্রীর আসন্ন সফর বেশ ফলপ্রসূ হবে। আপনাদের আধুনিকায়নের যাত্রায় প্রতিবেশী ও অংশীদার হিসেবে সারথির মতো রয়েছে চীন। রোহিঙ্গাদের বিষয়ে লিউ জিয়ানচাও বলেন, বাংলাদেশ সরকারের মানবিকতাকে আমরা সাধুবাদ জানাই। আমরা জানি, এটা কতটা কঠিন বিষয়, কতটা জটিল। এটা এখন কতটা কঠিন এবং ভবিষ্যতে কতটা জটিল হবে। চীন রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা অব্যাহত রাখবে। আমরা এ সংকটের সমাধান চাই। চীনা মন্ত্রী জানান, আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টি অভিজ্ঞতা বিনিময় করতে চায়। সে লক্ষ্যে আমরা নানা উদ্যোগও নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮-১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে গত ২২ জুন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লিউ জিয়ানচাওয়ের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে।

সর্বশেষ খবর