মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

গণমাধ্যম নয়, দুর্নীতিবাজদের সতর্ক করুন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম নয়, দুর্নীতিবাজদের সতর্ক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ’৭১-এ পুলিশের আত্মদানের গৌরব এবং সততা ও নৈতিকতা সম্পর্কিত ধারণার সঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি চরমভাবে সাংঘর্ষিক। তিনি বলেন, গণমাধ্যম নয়, দুর্র্নীতিবাজদের সতর্ক থাকতে হবে। ‘পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিক্রিয়ায়’ গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। আ স ম রব বলেন, পুলিশের লক্ষ্য রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর ও প্রয়োগ করা, অধিক্ষেত্রে সর্বসাধারণের নিরাপত্তা, সামাজিক ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু গণবিরোধী সরকারের প্রভাবে পুলিশ বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করে জনগণের আস্থা অর্জনে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্যে অপরাধ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও কার্যকর, গতিশীল ও স্বচ্ছ করার উপায় উদ্ভাবনে এবং সব ধরনের অসাংবিধানিক, অনৈতিকসহ সব অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখার শক্তিশালী কাঠামোর প্রশ্নে ও ভাবমূর্তি পুনরুদ্ধারে জোরালো বক্তব্য থাকা উচিত ছিল। কিন্তু তাদের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি।

সর্বশেষ খবর