শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

সরকারের সদিচ্ছা না থাকলে অর্থহীন

--- বদিউল আলম মজুমদার

সরকারের সদিচ্ছা না থাকলে অর্থহীন

জাতীয় সংসদে সরকারি কর্মকর্তাদের সম্পদের হলফনামা প্রকাশ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সরকারের সদিচ্ছা না থাকলে হলফনামা প্রকাশ বা এ ধরনের দাবি অর্থহীন। তিনি বলেন, সরকার আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কিছু করতে চায় না, কারণ তারাই তাদেরকে ক্ষমতায় এনেছে এবং ক্ষমতায় টিকিয়ে রেখেছে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, ‘২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগ দুবার করে সম্পদের হিসাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি। এটিই হলো বাস্তবতা। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি লাগবে- এমন আইনও করেছে, যা তাদেরকে অনেকাংশে সুরক্ষা দিয়েছে।’ তিনি বলেন, ‘শুধু আমলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই নয়, সংসদ সদস্যদেরও উচিত সম্পদের হিসাব প্রতি বছর দেওয়া। সরকারের সদিচ্ছা থাকলে এটি করা সম্ভব। তবে হলফনামা শুধু দিলেই হবে না সেগুলো যথার্থভাবে যাচাইবাছাইও করতে হবে। নির্বাচনের সময় প্রার্থীরা হলফনামা দেয় কিন্তু নির্বাচন কমিশন সেগুলো যাচাইবাছাই করে না।’ তিনি আরও বলেন, ‘এর আগে সাবের হোসেন চৌধুরী হলফনামা প্রকাশের জন্য একটি আইনের খসড়া করেছিলেন। আইনটি কমিটি পাসও করেছিল কিন্তু সংসদে তোলা হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে সাধারণ মানুষও চায়, সবাইকে দায়বদ্ধ ও স্বচ্ছ হতে হবে। স্বচ্ছতার অভাবে চারদিকে এত দুর্নীতি, লুটপাট, অপকর্মের ঘটনা ঘটছে। সরকার এবং জনগণের স্বার্থেই হলফনামা প্রকাশের ব্যবস্থা করতে হবে।’

সর্বশেষ খবর