শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

খালেদার অবস্থা অপরিবর্তিত মুক্তিতে তিন দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

খালেদার অবস্থা অপরিবর্তিত মুক্তিতে তিন দিনের কর্মসূচি

হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানোর পর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সমমানের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পেসমেকার ধারাবাহিকভাবে কাজ করছে, হৃদযন্ত্রও কাজ করছে। তাঁর স্বাস্থ্য ও শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ তথ্য জানিয়েছেন তাঁর চিকিৎসায়       গঠিত মেডিকেল বোর্ডের একাধিক সদস্য। উল্লেখ্য, হার্টবিট অনিয়মিত হওয়ায় গত রবিবার বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপি-ে ‘পেসমেকার’ বসানো হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসা থেকে বসুন্ধরার এই হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর পর মঙ্গলবার প্রথম ও বুধবার দ্বিতীয়বারের মতো চেকআপ করা হয়েছে। পেসমেকার ধারাবাহিকভাবে তার ফাংশনাল ক্যাপাসিটি অনুযায়ী কাজ করছে। হার্ট যেটুকু কাজ করার সেটাও কাজ করছে। চিকিৎসকরা আরও দুই দিন ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। তারপর পরবর্তী চিকিৎসা কী ধরনের হবে, মেডিকেল বোর্ড সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ অধ্যাপক জাহিদ হোসেন আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সার্বিক অবস্থা বিবেচনায় স্থিতিশীল বলার মতো পর্যায়ে আসেনি। কিছু কিছু প্যারামিটার এখনো ফ্ল্যাকচুয়েট (ওঠানামা) করছে। হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিল সমস্যা রয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির তিন দিনের কর্মসূচি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৯ জুন শনিবার বিকাল ৩টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, ১ জুলাই দেশের মহানগরীগুলোতে সমাবেশ ও ৩ জুলাই দেশের সব জেলা শহরে সমাবেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না। এ কারণে সিসিইউয়ের সব সুবিধাসহ তাকে কেবিনে নেওয়া হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। এর আগে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির কথা বলেছিলেন। বিএনপি মহাসচিব জানিয়েছিলেন, চিকিৎসকরা তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাঁকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমন কি পরিবারের পক্ষ থেকে দুবার তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে তাঁকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর