শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে চলছে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে চলছে তদন্ত

চৌধুরী আবদুল্লাহ আল মামুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে। যে কোনো অনৈতিক কর্মকান্ডের জন্য বাংলাদেশ পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং সেটা অব্যাহত আছে।

গতকাল তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আইজিপি বলেন, অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে ইনশা আল্লাহ। সাকলায়েন-পরীমণি বিষয়ে প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, আমরা কাউকে ছাড় দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। যে অভিযোগ পাওয়া গেছে তা প্রমাণিত হওয়ায় তাকে (সাকলায়েন) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাদের অবৈধ অঢেল সম্পদের বিষয়ে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করছে কি না-এমন প্রশ্নের জবাবে মহাপরিদর্শক বলেন, বিষয়টি তদন্তাধীন, তাই এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, তাসলিমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন খালিশপুর পুলিশ অফিসার্স কোয়ার্টার, বয়রা পুলিশ ফাঁড়ি ভবন, পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেড, চার তলা অস্ত্রাগার ভবন, ৬০০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র ও মাল্টিপারপাস ভবনের ফলক উন্মোচন করেন।

সর্বশেষ খবর