শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাকার ৯৫ শতাংশ বাড়িঘর অনুমোদনহীন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ৯৫ শতাংশ বাড়িঘর অনুমোদনহীন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ঢাকা শহরের প্রায় ৯৫ শতাংশ বাড়িঘরই অনুমোদনহীন। এ বাড়িঘরগুলোকে অনুমোদনের আওতায় আনার জন্য একটি কমিটি আছে। তবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হওয়ার আগে আমি এ কমিটির ব্যাপারে জানতামই না।’ গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘টেকসই শহর তৈরি : বাংলাদেশের চ্যালেঞ্জ ও বাধা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নগরায়ণ করতে গিয়ে প্রকৃতির কথা খেয়াল রাখা হচ্ছে না। আমরা নগরায়ণের নামে বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছি। শুধু বুড়িগঙ্গা নয়, পুরো পানি ব্যবস্থাটাকেই আমরা ধ্বংস করে দিয়েছি। এটাকে কীভাবে উদ্ধার করা যায় তা নগরায়ণের পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কথাও চিন্তা করতে হবে। মন্ত্রী বলেন, প্রকৃতি ধ্বংস না করে নগরায়ণ করা সম্ভব। শুধু যারা কাজটি করবেন, তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মনমানসিকতা থাকতে হবে।

সর্বশেষ খবর