শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-উপদেষ্টা বিক্রম মিশ্রী। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এ সিদ্ধান্ত ঘোষণা করে। বিক্রম মিশ্রী আগে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির ব্যক্তিগত সচিব ছিলেন। প্রথমে সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের এবং পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হয়েছিলেন তিনি। আগামী ১৫ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমান পররাষ্ট্র সচিব বিনয় কোয়াররা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হবেন। তিনি চীন বিশেষজ্ঞ বলে পরিচিত। সর্বশেষ তিনি রাষ্ট্রদূত ছিলেন চীনে। তিনি স্পেন ও মিয়ানমারের রাষ্ট্রদূতও ছিলেন। অতীতে পাকিস্তান, শ্রীলঙ্কায় মিশনে ছিলেন । তিনি ১৯৮৯ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস অফিসার।

সর্বশেষ খবর